Kinemaster এর Mod Application ডাউনলোড করুন। একদম ফ্রি ১০০%


আসসালামু আলাইকুম-

আপনাদের সকলকে স্বাগতম জানাই আমার এই জনতার কথা ওয়েবসাইটটিতে। আপনারা সকলেই জানেন আমি আপনাদের সামনে নিয়ে আসি নিত্যনতুন সিস্টেম ট্রিকস এবং অন্যান্য ডেভেলপমেন্ট বিষয়ক পোস্ট। আজ আমি আপনাদের মাঝে প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার Kinemaster এর Mod Version নিয়ে এসেছি এবং এটিই Kinemaster এর Kod ভার্সনের সবচাইতে Letest ভার্সন।

আমরা বেশিরভাগ লোকই অ্যান্ড্রোয়েড ফোন ব্যবহার করে থাকি। আর ফোন দিয়ে ভিডিও এডিটিং এর কথা ভাবতেই চোখের সামনে ভেসে ওঠে Kinemaster নামক অ্যাপ্লিকেশনটি। আর বেশি সুবিধা পেতে আজকাল মানুষ Kinemaster এর Mod ভার্সনের দিকেই বেশি ঝুঁকছে এবং ব্যবহার করছে।

Kinemaster কেন ব্যবহার করবো?

আপনি যদি একজন ভিডিও এডিটর হন তাহলে আপনাকে এ বিষয়ে বলার মতো কিছুই নেই। আপনারা জানেন Kinemaster হলো অ্যান্ড্রোয়েডের সবচেয়ে বড় এবং শক্তিশালী ও জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার। এই সফটওয়্যারে রয়েছে সবচেয়ে বেশি সুবিধা। আপনি যদি যে কোনো ধরনের ভিডিও এডিট করতে চান মোবাইল ব্যবহার করে তাহলে আপনাকে অবশ্যই এই Kinemaster ব্যবহার করতে হবে। এছাড়াও আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন কোন ভিডিও এডিটর অ্যান্ড্রয়েড ফোনের জন্য বেস্ট তাহলে আপনি Kinemaster এর নাম সবার আগে পাবেন।


Kinemaster এর ফ্রি ভার্সনব্যবহার না করে Mod ভার্সন কেন ব্যবহার করবো?

Kinemaster ফ্রি ভার্সন ব্যবহার করে তেমন কোনো সুবিধা পাবেন না বলতে গেলে ভিডিও এডিটিং এর মূলই নেই। তাই Kinemaster এর ফ্রি ভার্সন ব্যবহার করার কোনো প্রশ্নই উঠে না। আর Mod ভার্সনে সব সুবিধা পাবেন। তাই Mod Version ব্যবহার করতে পারেন। ফ্রী ভার্সনে আপনি যদি ভিডিও এডিট করতে যান তাহলে আপনার মনে হবে Kinemaster একটি খারাপ অ্যাপ্লিকেশন। এর কোনো মূল্যই হতে পারে না। এর চাইতে ভালো ভালো অ্যাপ্লিকেশন প্লে-স্টোরে আছে‌। কিন্তু প্রকৃতপক্ষে যে Kinemaster বেস্ট তা আপনি যদি এর Mod অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তবেই জানতে পারবেন।
এছাড়াও ভিডিও এডিটিং করে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে অথচ Kinemaster এর নাম জানেনা এমন লোক খুঁজে পাওয়া কঠিন।

Kinemaster ফ্রি ভার্সনের অসুবিধা সমূহ-

১. এডস আসে।

২. Watermark থাকে।

৩. প্রফেশনাল টুলস লক করা থাকে।

৪. প্রফেশনাল Assets লক করা থাকে।

৫. Media সাপোর্ট করে না।

৬. Resulation খুবই খারাপ।

৭. Effects,Stickers খুবই কম।

Kinemaster Mod এর সুবিধা সমূহ-

১. সম্পূর্ণ এডস মুক্ত।

২. এন্ড্রোয়েড ১১ সাপোর্ট করে।

৩. Watermark নেই।

৪. সব Premium Features পাবেন।

৫. Chroma Key রয়েছে।

৬. 4K Export এডিটিং ও সুবিধা পাবেন।

৭. Assets স্টোর কাজ করবে।

৮. সর্বোচ্চ Resulation সাপোর্ট করবে।

৯. সুন্দর সুন্দর Effects পাবেন।

১০. প্রচুর অ্যানিমেশন পাবেন।

১১. অনেক ভয়েস Changer পাবেন

১২. প্রিমিয়াম ইউজার একাউন্ট পাবেন।

১৩. Prepared বেশ কিছু প্রজেক্ট পেয়ে যাবেন যা আপনি Without Copyright ব্যবহার করতে পারবেন।

১৪. অনেকগুলো Aspect Ratio পাবেন।

১৫. প্রচুর Stickers পাবেন।

Powerdirector এর চেয়ে Kinemaster কেন বেস্ট?


Powerdirector অত্যন্ত ভালো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। Kinemaster এর পরেই অ্যান্ড্রোয়েড ভিডিও এডিটিং সফটওয়্যার এর ক্ষেত্রে Powerdirector এর অবস্থান। এটির Chroma Key System Kinemaster এর চেয়েও ভালো এবং High Resulation পাবেন। তবে Kinemaster এর মতো সুবিধা কখনোই পাবেন না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি Kinemaster যে পরিমাণের ভিডিও Slow করার সুবিধা দেয় Powerdirector সেই পরিমাণে Video Slow করার সুবিধা দিতে পারেনা। এছাড়াও Kinemaster ভিডিও Crop করার সুবিধা দিয়ে থাকে যা Powerdirector দেয়না। এছাড়াও আপনি Kinemaster এ Chroma Key ব্যবহার করে অ্যানিমেশন তৈরি করতে পারবেন যা আপনি Powerdirector এ কখনোই পারবেন না। এছাড়াও Kinemaster এ অনেক বেশি পরিমাণে ভিডিও Ratio রয়েছে, কিন্তু Powerdirector এ এতো বেশি পরিমাণে Ratio থাকে না। এছাড়াও Powerdirector এর Mod ভার্সন বর্তমানে প্লে স্টোরে পাওয়া যায় না, যার কারণে এটি Watermark Remove করা এখন অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে গিয়েছে। এছাড়াও Kinemaster এ অনেক হাই কোয়ালিটির সাথে ভিডিও এক্সপোর্ট করা যায় কিন্তু Powerdirector এ এটা করা যায় না। যদিও Powerdirector যথেষ্ট পরিমাণে ভালো ভিডিও কোয়ালিটি দেয়। এছাড়াও Powerdirector আরও অনেক কম সুবিধা দিয়ে থাকে। তাই কেউ Powerdirector ব্যবহার করতে চায় না তাই Kinemaster Best.

আমি Kinemaster এর কোন ভার্সন দিচ্ছি?

আমি Kinemaster এর ভার্সন 5.0.8.21442.GP দিচ্ছি। আশা করি আপনাদের এটি ভালো লাগবে।
আপনি যদি Kinemaster Mod ডাউনলোড করতে চান তাহলে এক্ষুনি পোস্টের নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

এটি ব্যবহারে কোনো Risk নেই তো?

আপনারা এই Kinemaster Mod অ্যাপ্লিকেশনটি ব্যবহার এর আগেই আমি আপনাদের সতর্ক করে দিতে চাই। কারণ কোন Mod অ্যাপ্লিকেশনই সম্পূর্ণভাবে নিরাপদ হয় না। তবে আমি এই অ্যাপ্লিকেশনটি Virustotal দিয়ে স্ক্যান করেছি এবং কোন সমস্যা পাইনি যার কারণে আমি আপনাদের মাঝে এটি উপস্থাপন করছি। আপনাদের যার মনে হয় এটি নিরাপদ হবে তারাই এই Mod অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন না হলে এটি ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ এটি সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে ব্যবহার করতে হবে। যদি কোন প্রকার আপনার ফোনের ক্ষতি হয়ে থাকে, তবে আমি কোন ধরনের দায়ভার নিতে পারবো না। যদিও ক্ষতি হবে বলে আমার মনে হয় না।

Download

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন